বরগুনার পাঁচ উপজেলায় ১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছেন ২১ নারী। এতে চাকরিপ্রাপ্ত ও তাঁদের স্বজনেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ২০২১ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে লোক নেবে বলে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি মোতাবেক বরগুনার আমতলী, বরগুনা সদর, পাথরঘাটা, বামনা ও বেতাগী থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করেন। গত শুক্রবার বরগুনা জেলা প্রশাসক এবং জেলা পরিবার পরিকল্পনা জনবল নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে উক্ত পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ৫ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় ২৩ পদে পাঁচজন করে মোট ১১৫ জন উত্তীর্ণ হন।
পরবর্তীতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে গত মঙ্গলবার ও বুধবার দুদিনে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে গতকাল বুধবার রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ বোর্ড। কিন্তু আমতলী উপজেলার কুকুয়া ও পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় পদ শূন্য ঘোষণা করে ২১ জনের চূড়ান্ত চাকরি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার ২১ নারী চাকরি পেয়েছেন।
এ বিষয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের মোছা. আফসানা মিমি বলেন, ‘১২০ টাকায় চাকরি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর চেয়ে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। এ জন্য প্রধানমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানকে অভিনন্দন জানাচ্ছি।’
আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মোছা. সাদিয়া ইসলাম মিতু বলেন, ‘১২০ টাকায় আবেদন করে চাকরি পেয়েছি। এখন খুবই ভালো লাগছে।’
এ নিয়ে সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বচ্ছ ও সুন্দরভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাবীরা চাকরি পেয়েছেন। আমি স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন বাস্তবায়নে যথাযথভাবে কাজ করছি।’