হোম > সারা দেশ > বরিশাল

আফ্রিকান রাক্ষুসে মাগুর মাছ চাষ করায় ঘেরমালিককে জরিমানা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের হিজলায় হিংস্র প্রজাতির আফ্রিকান মাগুর মাছ চাষ করায় ঘেরমালিককে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বান্দের বাজারে রাক্ষুসে আফ্রিকান মাগুর মাছ বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ সময় ৩৬ কেজি মাগুর জব্দ করা হয়।

পরে ওই ব্যবসায়ীর তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে খুন্না গোবিন্দপুর গ্রামের মো. মোতাহার কবিরাজের পুকুরে সেচ দিয়ে ৫৬ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। মাছগুলো এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে এবং পুকুরে ব্লিচিং পাউডার ছিটিয়ে আহরণ অযোগ্য প্রায় ২০০ কেজি আফ্রিকান মাগুর মাছ বিনষ্ট করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আজকের পত্রিকাকে বলেন, আফ্রিকান মাগুর মাছ রাক্ষুসে ও হিংস্র এবং এর দ্রুত প্রজনন ঘটে। এ মাছ জীববৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছসহ সব ধরনের মাছ ও জলজ প্রাণীর জন্য হুমকি। হিংস্র মাগুর মাছ চাষের অপরাধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে মো. মোতাহার কবিরাজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ