Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

আফ্রিকান রাক্ষুসে মাগুর মাছ চাষ করায় ঘেরমালিককে জরিমানা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

আফ্রিকান রাক্ষুসে মাগুর মাছ চাষ করায় ঘেরমালিককে জরিমানা

বরিশালের হিজলায় হিংস্র প্রজাতির আফ্রিকান মাগুর মাছ চাষ করায় ঘেরমালিককে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বান্দের বাজারে রাক্ষুসে আফ্রিকান মাগুর মাছ বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ সময় ৩৬ কেজি মাগুর জব্দ করা হয়।

পরে ওই ব্যবসায়ীর তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে খুন্না গোবিন্দপুর গ্রামের মো. মোতাহার কবিরাজের পুকুরে সেচ দিয়ে ৫৬ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। মাছগুলো এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে এবং পুকুরে ব্লিচিং পাউডার ছিটিয়ে আহরণ অযোগ্য প্রায় ২০০ কেজি আফ্রিকান মাগুর মাছ বিনষ্ট করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আজকের পত্রিকাকে বলেন, আফ্রিকান মাগুর মাছ রাক্ষুসে ও হিংস্র এবং এর দ্রুত প্রজনন ঘটে। এ মাছ জীববৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছসহ সব ধরনের মাছ ও জলজ প্রাণীর জন্য হুমকি। হিংস্র মাগুর মাছ চাষের অপরাধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে মো. মোতাহার কবিরাজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, আট মাসেই ভেঙেছে ১০টি

নিয়মের কোনো তোয়াক্কা করছেন না উপাচার্য

বরিশালে আধিপত্যের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আদালত এলাকা থেকে পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

বরিশাল বোর্ড : দুই কর্মকর্তাকে যোগদানে বাধা বিএনপিপন্থী কর্মচারীদের

স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি মোবাইল না পেয়ে আত্মহত্যা

জমি কেনার নামে ৫০ লাখ আত্মসাৎ মেয়রের

স্কুল-কলেজের ভবন নির্মাণে ধীরগতি ও নিম্নমানের কাজ, প্রকৌশলী ও ঠিকাদারদের সতর্ক