হোম > সারা দেশ > বরিশাল

সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কোনো কথা নেই: বরিশাল রেঞ্জ ডিআইজি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মনজুর মোর্শেদ আলম বলেছেন ‘এই দেশটা আমাদের সবার। ধর্ম যার যার রাষ্ট্র সবার। সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কোনো কথা নেই। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’ 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেছারাবাদ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করার সময় সাংবাদিকদের এ কথা বলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মনজুর মোর্শেদ আলম। গতকাল মঙ্গলবার রাতে তিনি নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় সর্বজনীন পূজামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের হিন্দু নেতাদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে নিরাপত্তার ব্যাপারে খোঁজ-খবর নেন।

মো. মনজুর মোর্শেদ আলম বলেন, ‘আমি বরিশাল বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। সব জায়গায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যার কথা শুনতে পাইনি। মন্দির পরিদর্শনকালে হিন্দু নেতাদের সঙ্গে কথা বলে নিরাপত্তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। তাঁরা নিরাপত্তার কোনো ঘাটতি পাননি। এমনকি পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের সঙ্গে ছিলেন।’ 

ডিআইজি আরও বলেন, ‘আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই দেশের প্রতিটি ইঞ্চি মাটির পূর্ণ মৌলিক অধিকার আমাদের সবার। পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, আনসার সদস্যরা মাঠে রয়েছেন। উদ্দেশ্য একটাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখরভাবে দুর্গা উৎসব পালন করা।’

এ সময় তাঁর সঙ্গে ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান (ক্রাইম অ্যান্ড অপস), নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন, নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার প্রমুখ।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ