পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এস বাবুল (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরূপকাঠি পৌরসভার পশ্চিম জগন্নাথকাঠি গ্রামে নিজ বাড়িতে তিনি মানা যান।
সাংবাদিক বাবুলের বড় ছেলে মো. রনি জানান, আগামীকাল বুধবার সকাল ৯টায় উপজেলার বাইতুল আমান জামে মসজিদে বাবুলের প্রথম জানাজা হবে। পরে সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে তাঁর জন্মস্থান উপজেলার জগন্নাথকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাবুল স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্বরূপকাঠি প্রেসক্লাবের সাংবাদিকেরাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা শোক জানিয়েছেন।
পরিবারের লোকজন জানান, সাংবাদিক বাবুল অনেক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি কর্মজীবনে অনেক বছর ধরে দৈনিক ইনকিলাব পত্রিকায় সাংবাদিকতা করেছেন।