কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে চার ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন। এটির প্রস্থ দেড় ফুট। আজ রোববার দুপুরে সৈকতের লেম্বুরচর-সংলগ্ন তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে আসে।
এদিকে স্থানীয় বাসিন্দারা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে এটির মৃত্যুর কারণ জানার চেষ্টা করেন।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ঠিক কীভাবে ডলফিনটির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটি মাটিচাপা দেওয়ার প্রক্রিয়া চলছে।