মো. সাইফুল ইসলাম আকাশ, ভোলা প্রতিনিধি
আজকের পত্রিকার পাঠক ফোরাম পাঠকবন্ধু ভোলা জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভোলা প্রেসক্লাবে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও পাঠকবন্ধু ভোলা জেলা শাখার সমন্বয়ক মো. সাইফুল ইসলাম আকাশের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন আজকের পত্রিকার সহসম্পাদক ও পাঠকবন্ধু কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠকবন্ধুর সদস্য জাবেদ হাসান।