হোম > সারা দেশ > বরিশাল

সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে বিদায় নেব: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চলমান সংস্কারকাজ শেষে নির্বাচনের মাধ্যমে এই সরকার বিদায় নেবে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ের এক অনুষ্ঠানে খালিদ হোসেন এ কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ একাডেমি বরিশাল কেন্দ্রে প্রশিক্ষণরত ইমাম, মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এখানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘সরকার দেশ পরিচালনায় আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে। সংস্কারকাজ দ্রুতগতিতে চলছে। সংস্কার যখন শেষ হবে, নির্বাচনের মাধ্যমে যাঁরা নির্বাচিত হয়ে আসবেন, তাঁদের হাতে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেব। তবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন ঐক্য।’

খালিদ হোসেন আরও বলেন, ‘এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার সমান অধিকার রয়েছে। এই অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে। বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা হজ ব্যবস্থাপনায়ও পরিবর্তন আনব। আগে অমুক মন্ত্রীর সুপারিশ, তমুক মন্ত্রীর সুপারিশে কয়েক শ মানুষ সরকারিভাবে হজে যেতেন। সরকারি খরচে আর কোনো অতিথিকে হজ করাব না।’

বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, শাহ মোহাম্মদ নেছাবুল হক প্রমুখ।

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

বিদ্যালয়ের নিচ তলা দখল করে ৩ ব্যবসায়ীর ধানের গুদাম

সেকশন