ভোলা প্রতিনিধি
ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার হাজার কেজি মাছ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল বুধবার দিবাগত রাত একটায় সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ মাছ জব্দ করা হয়।
কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দিবাগত রাত একটায় ভোলা সদরের ইলিশা ইউনিয়নসংলগ্ন এলাকায় মেঘনা নদীতে অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে প্রায় চার হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ সময় জব্দকৃত মাছের মালিককে খুঁজে না পাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।’
আল-আমিন আরও বলেন, ‘জব্দকৃত মাছ ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা জামাল হোসাইনের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।’