ভোলা প্রতিনিধি
ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শিবলু ব্যাপারী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মো. জাহিদ (২২) নামে মোটরসাইকেল আরোহী আরেক যুবক আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
গতকাল রোববার গভীর রাতে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। একই জায়গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চলতি বছরের জানুয়ারি মাসে দুই ভাই নিহত হন।
নিহত শিবলু বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে। আহত জিহাদ একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. বেল্লাল ব্যাপারীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালকের সহকারী। শিবলু মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে ভোলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিবলু। জাহিদ ছিলের তাঁর মোটরসাইকেলের পেছনে। ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে রাস্তা সংস্করণের কাজ চলছিল। দিনের বেলায় কাজ শেষে রাস্তার পাশে রোলার গাড়ি রাখা ছিল। এ সময় রোলারের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে তাঁরা গুরুতর আহত হন। তাতে ঘটনাস্থলেই শিবলুর মৃত্যু হয়।
এ বিষয়ে ভোলা সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে শিবলুর লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির সড়ক দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।