Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বিয়েবাড়িতে নাচ-গান করায় মায়ের গালমন্দ, অভিমানে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বিয়েবাড়িতে নাচ-গান করায় মায়ের গালমন্দ, অভিমানে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

বরিশালের মুলাদীতে সুমাইয়া (১৩) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামে এ ঘটনা ঘটে। 

পরিবারের সদস্যরা বলছেন, পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠানে নাচ-গান করায় তার মা তাকে গালমন্দ করেন। এতে অভিমান করে সে আত্মহত্যা করেছে। 

সুমাইয়া ডিক্রীরচর গ্রামের মনিরুজ্জামান টিয়া ব্যাপারীর মেয়ে এবং দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সকালে স্কুলছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে সুমাইয়া পাশের আলতাফ ফকিরের বাড়িতে বিয়ে অনুষ্ঠানে যায়। রাতে ঘরে বাইরে যাওয়ায় তার মা তাকে গালমন্দ করেন। এতে অভিমান করে সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। রাতে খাওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়লে সুমাইয়া ঘরে আড়ার সঙ্গে ফাঁস দেয়। ওই সময় তার গোঙানির শব্দে কক্ষে গিয়ে মা–বাবা সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে দ্রুত নামিয়ে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শাহারাজ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, আট মাসেই ভেঙেছে ১০টি

নিয়মের কোনো তোয়াক্কা করছেন না উপাচার্য

বরিশালে আধিপত্যের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আদালত এলাকা থেকে পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

বরিশাল বোর্ড : দুই কর্মকর্তাকে যোগদানে বাধা বিএনপিপন্থী কর্মচারীদের

স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি মোবাইল না পেয়ে আত্মহত্যা

জমি কেনার নামে ৫০ লাখ আত্মসাৎ মেয়রের

স্কুল-কলেজের ভবন নির্মাণে ধীরগতি ও নিম্নমানের কাজ, প্রকৌশলী ও ঠিকাদারদের সতর্ক