হোম > সারা দেশ > বরিশাল

মুক্তিযোদ্ধা সংসদের নাম আগে ঘোষণা করায় শহীদ মিনারে আ. লীগ-প্রশাসন সংঘর্ষ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মুলাদী সরকারি কলেজ মাঠে শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা প্রশাসনের লোকজনসহ কমপক্ষে ৫ জন আহত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

শ্রদ্ধা জানানোর জন্য উপজেলা আওয়ামী লীগের আগে মুক্তিযোদ্ধা সংসদের নাম ঘোষণা দেওয়ায় সংঘর্ষের সূত্রপাত। পরে অবশ্য উপজেলা আওয়ামী লীগকে আগে ফুল দেওয়ার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি শান্ত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে রাত ১২টার আগেই উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মুলাদী সরকারি কলেজ চত্বরে জমায়েত হয়। রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনারে ফুল দেওয়ার ক্রম ঘোষণা শুরু হয়। 

ঘোষণায় প্রথমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পরে মুক্তিযোদ্ধা সংসদের নাম ঘোষণা করা হয়। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদের আগে আওয়ামী লীগের নাম ঘোষণা না করায় উপজেলা আওয়ামী লীগের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রশাসনের লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তার গাড়িচালক মো. নাসির উদ্দীনসহ ৫ জন আহত হন। আহতদের মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল বারী জানান, প্রতিবছর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পরে উপজেলা আওয়ামী লীগ শহীদ মিনারে শ্রদ্ধা জানায়। কিন্তু এ বছর কেন আওয়ামী লীগের আগে মুক্তিযোদ্ধা সংসদের নাম ঘোষণা হয়েছিল তা কারও জানা নাই। এ নিয়ে আওয়ামী লীগ ও প্রশাসনের মধ্যে হাতাহাতি হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘ফুল দেওয়ার ক্রম নিয়ে সংঘর্ষে গাড়িচালক নাসির উদ্দীনের মাথা ফেটে গেছে। তাঁকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন জানান, ফুল দেওয়া নিয়ে ভুল বোঝাবুঝির ফলে শহীদ মিনার চত্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগকে আগে দেওয়ায় বিষয়টি দ্রুত সমাধান হয়ে যায়। পরে ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শুরু হয়।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন