বরিশালের আগৈলঝাড়ায় সাপের কামড়ে সুমন হাওলাদার (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত সুমন হাওলাদার উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদ ত্রিশিরা গ্রামের নুরু হাওলাদারের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান।
নিহতের পরিবার বলছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের জমিতে কাজ করতে গেলে তাঁকে একটি বিষধর সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে তিনি ক্ষতস্থান বেঁধে বাড়িতে যান। পরে পরিবারের সদস্যরা বাড়িতে স্থানীয় একজন ওঝা ডেকে আনেন। স্থানীয় ওই ওঝার চিকিৎসায় সুমন কিছুটা সুস্থ বোধ করলেও কিছুক্ষণ পর থেকে সুমনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে রাত ৮টার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাবিনা আফরোজ তাঁকে মৃত ঘোষণা করেন।