হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে আ. লীগ নেতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদী উপজেলার আওয়ামী লীগ নেতা রুবেল শাহ হত্যা মামলার পলাতক আসামি আরিফ আকনকে (৩০) গ্রেপ্তার করছেন পুলিশ ও র‍্যাব। 

গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁকে মুলাদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কে এম মফিজুর রহমান। 

আরিফ উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের মৃত মান্নান আকনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ আকন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের সেকান্দার শাহের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল শাহকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় গত ৯ জানুয়ারি রাতে নিহতের স্ত্রী নারগিস বেগম বাদী হয়ে ফারুক হাওলাদার, লোকমান সরদারসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আরিফ আকন ১১ নম্বর আসামি। 

মুলাদী থানার উপপরিদর্শক কে এম মফিজুর রহমান বলেন, হত্যার ঘটনার পরে আরিফ ঢাকার যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০ এর নেতৃত্বে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, গ্রেপ্তার আরিফকে আজ সকালে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ