পটুয়াখালীর কলাপাড়ায় এক পরিবারের সদস্যদের বেঁধে রেখে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দলের সদস্যরা। গতকাল সোমবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলও নিয়ে যায় তারা।
ভুক্তভোগী আলাউদ্দিন মিয়া বলেন, গতকাল সোমবার রাত ৩টার দিকে ১২-১৩ জন ডাকাত বাড়িতে ঢোকে। বিশেষ কায়দায় দরজা খুলে ছয়-সাতজন সদস্য ঘরে ঢুকে প্রথমে আমার ব্যবসায়ী ছেলে মো. মামুন মিয়ার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আমার ও আমার স্ত্রী আমেনা বেগমের হাত-পা বেঁধে আটকে রাখে। এ সময় ঘরের আসবাবপত্র ও বিছানা ওলটপালট করে ঘরে থাকা ১ লাখ ৯৭ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র লুটে নেয় তারা।’
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাতির ঘটনায় একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’