হোম > সারা দেশ > বরিশাল

নলছিটিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ট্রাকচাপায় রিয়াদ তালুকদার (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ভৈরবপাশা ইউনিয়নের বরইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী এই তথ্য জানিয়েছেন।

নিহত রিয়াদ তালুকদার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের মো. ইসাহাক তালুকদারের ছেলে। গুরুতর আহত হয়েছেন একই উপজেলার বাবুল হাওলাদারের ছেলে পিয়াল হাওলাদার (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি বরিশাল থেকে ঝালকাঠি যাচ্ছিল এবং ট্রাকটি ঝালকাঠি থেকে বরিশালে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরবর্তী সময়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুলতানা সোনিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের একজনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে চাইলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় রিয়াদ তালুকদার নামের একজন মারা গিয়েছেন। ট্রাকটির চালক ও তাঁর সহকারীকে আটক করা সম্ভব না হলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন