পটুয়াখালী প্রতিনিধি
শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি এবং অবৈধভাবে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন জাতীয়বাদী আইনজীবী ফোরামের নেতারা। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী আইনজীবী সমিতির অ্যাডভোকেট শাহজাহান মিয়া ভবনের সামনে মুখে লাল কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেন ফোরামের সদস্যসহ বিএনপিপন্থী আইনজীবীরা।
মানববন্ধনে বক্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারে গুলির তীব্র নিন্দা জানান। তা ছাড়া কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী, সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের নিঃশর্ত মুক্তির দাবির পাশাপাশি সরকারের পদত্যাগের দাবি জানান তাঁরা।