হোম > সারা দেশ > বরিশাল

দুর্গাসাগর দীঘিতে ধরা পড়ল ৩০ কেজির কাতলা মাছ

বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাপ্পি সরদার নামের এক ব্যক্তির বড়শিতে এটি ধরা পড়ে। মাছটি বর্তমানে দীঘির জলেই জিইয়ে রাখা হয়েছে। 

বাপ্পি সরদার জানান, তাঁর বাড়ি বরগুনার কলেজ রোড এলাকায়। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দীঘিতে টিকিট কিনে মাছ শিকারে অংশ নেন তিনিসহ তাঁর কয়েক বন্ধু। রাত ১১টার দিকে তিনি টের পান তাঁর বড়শিতে বড় ধরনের একটি মাছ আটকা পড়েছে। এরপর প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মাছটি তুলতে সক্ষম হন তিনি। খবর পেয়ে দীঘির পাড়ে হাজির হন তাঁর বন্ধুরা। পরে তাঁদের সহায়তায় মাছটি কিনারে তোলা হয়। এরপর দেখতে পান বড় আকৃতির একটি কাতলা মাছ। মাছটির আনুমানিক ওজন ৩০ কেজির ওপরে। 

আজ শুক্রবার সন্ধ্যায় দুই দিনের মাছ ধরার সময়সীমা শেষ হলে এলাকায় গিয়ে মাছটি তুলে কেটে বন্ধুদের মধ্যে ভাগ করে নেবেন বলে জানান তিনি। 

প্রত্যক্ষদর্শী তপন লাল লস্কর জানান, মাছটি বড়শিতে আটকে যাওয়ার খবর পেয়েই সবাই দীঘির পাড়ে চলে আসেন। মাছটি তীরে তোলার পর বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল সবার মধ্যে। গত বছর ২৫ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে। 

স্থানীয় ব্যবসায়ী বাপ্পি সরদার বলেন, ‘এত বড় কাতলা মাছ আর কখনো আমার বড়শিতে আটকা পড়েনি। মাছটি বড়শিতে বিঁধার পর থেকেই পুরো দিঘি এলাকায় বেশ হইচই লেগে যায়। আমরাও মাছটি তীরে তোলার আগ পর্যন্ত এক অকল্পনীয় সময় কেটেছে। আর তীরে তোলার পর মাছটি দেখে খুবই আনন্দিত লাগছে।' 

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০