নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাকেরগঞ্জে ফেরিঘাট থেকে ট্রলারে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার নলুয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বরিশাল সদর নৌ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নজরুল ইসলাম এ তথ্য জানান।
নিখোঁজ করিম খানের (৬০) বাড়ি উপজেলার কবাই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার নজরুল ইসলাম বলেন, বাড়ি থেকে উপজেলার কলসকাঠি বাজারে যাচ্ছিলেন করিম। ফেরিঘাট থেকে ট্রলারে উঠার সময় পা পিছলে পান্ডপ নদীতে পড়ে নিখোঁজ হন।
ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে বলেও জানান টিম লিডার।