হোম > সারা দেশ > পটুয়াখালী

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রাবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। আজ বুধবার আরও ঘনীভূত হয়ে দিক পরিবর্তন করে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

নিম্নচাপটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অফিস থেকে সব মাছ ধরার ট্রলার উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে কিছুটা উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলে বইছে তীব্র তাপপ্রবাহ। 

আলীপুর কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে জানান, ঘূর্ণিঝড় মোখার পূর্বাভাস পেয়ে ইতিমধ্যেই গভীর সমুদ্রে থাকা মাছ ধরা ট্রলারগুলো খাপড়াভাঙ্গা শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে আসতে শুরু করেছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসকের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ