ভোলার লালমোহনে টাকা চুরির অভিযোগে এক স্কুলছাত্রকে (১০) ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী উপজেলার স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
ভুক্তভোগী শিক্ষার্থী আজমী জানায়, সকালে একই বিদ্যালয়ের সহপাঠী তাকে খেলার কথা বলে তাদের বাসায় নিয়ে যায়। খেলার একপর্যায়ে সহপাঠীর বাবা বাহার তাঁর ৮০০ টাকার মধ্যে ৫০০ টাকা না পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে সন্দেহ করে। একপর্যায়ে ঘরের খুঁটির সঙ্গে তার দুই হাত বেঁধে মারধর করে। এ সময় বারবার সে টাকা নেয়নি বলে জানায়। কিন্তু কোনো কথা না শুনে তাকে নির্যাতন করতে থাকেন। নির্যাতন সইতে না পারে চিৎকার শুরু করলে বাহারের স্ত্রী ওই ছাত্রের মাকে ডেকে নিয়ে আসে।
ভুক্তভোগী স্কুলছাত্রের মা বলেন, ‘বাহারের স্ত্রী আমাকে ডাকে। এরপর এসে দেখি আমার ছেলের হাত বাঁধা অবস্থায় দেখি। হাতের বাঁধন খুলে তাকে নিয়ে আসি। ছেলের অবস্থা খারাপ দেখে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করি।’
এ বিষয়ে অভিযুক্ত বাহার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছেলে একটা চোর। এর আগেও চুরি করেছে। আজকে ৫০০ টাকা চুরি করার কারণে আমার মাথা গরম হয়ে গেছে। তাই ওকে লাঠি দিয়ে ২ /৩টি বাড়ি দিয়েছি এবং কয়েকটি চর থাপ্পড় মেরেছি।’ ওই স্কুলছাত্রের কাছ থেকে টাকা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘টাকা পাওয়া যায়নি।’
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘নির্যাতিত শিক্ষার্থীর মা এ বিষয় নিয়ে থানায় এসেছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’