বরিশালের মুলাদীতে যুবদলের মোটরসাইকেলের বহরে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের বাঁশতলা বাজার এলাকায় এ হামলা হয়। কেন্দ্রীয় যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ আলী রবি মোটরসাইকেলের বহর নিয়ে মুলাদী উপজেলা সদরে আসার সময় এই হামলার শিকার হন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদারের অভিযোগ, হামলায় উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলের কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগের ১৪-১৫ জন কর্মী ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
মিজানুর রহমান হাওলাদার আরও জানান, মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা অ্যাডভোকেট ইউনুছ আলী রবি কেন্দ্রীয় যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। শুক্রবার তিনি সড়কপথে মৃধারহাট হয়ে মুলাদী উপজেলায় আসছিলেন। এ সময় উপজেলা যুবদলের নেতা-কর্মীরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে তাঁকে স্বাগত জানান।
শান্তিপূর্ণ মোটরসাইকেলের বহরটি মৃধারহাট থেকে মুলাদী আসার পথে বাঁশতলা এলাকায় পৌঁছলে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল অতর্কিত হামলা চালান। এ সময় পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম সিকদার, যুবদল নেতা অপু হাওলাদার, শাহাদাত হোসেন, মাসুম মৃধা, রামিম হোসেন, মিরাজ মৃধাসহ কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হন। পুনরায় হামলার ভয়ে আহতরা মুলাদী হাসপাতলে ভর্তি না হয়ে বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে চিকিৎসা নিচ্ছেন।
পৌর যুবদল নেতা জসিম সিকদার জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের নেতা-কর্মীরা জড়ো হন। ওই সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল নেতা-কর্মীদের ওপর প্রথমে হামলা চালান। পরে মৃধারহাট থেকে মুলাদী আসার পথে বাঁশতলা এলাকায় অর্ধশতাধিক বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে যুবদল কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল জানান, যুবদলের নেতা-কর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে মিছিল করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এতে ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দের।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘যুবদলের ওপর হামলার বিষয়টি আমার জানা নাই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’