বরগুনার বেতাগীতে কিশোর-কিশোরী ক্লাবের কো-অর্ডিনেটরদের (ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য) সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজ সুলতানার বিরুদ্ধে। তিন বছরের অধিক সময় দায়িত্ব পালন করলেও প্রাপ্য সম্মানী না পাওয়ায় ক্ষুব্ধ সংরক্ষিত মহিলা সদস্যরা। তবে এ খবর জানেই না স্থানীয় প্রশাসন। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে’
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বরগুনার বেতাগীতে ৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় একটি করে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করে শিশুদের আবৃত্তি ও সংগীত শিক্ষা, কারাতে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে।
প্রতিটি ক্লাবের সদস্য ৩০ জন কিশোর-কিশোরী। ক্লাবগুলোর কার্যক্রম তদারকির জন্য প্রতিটি ইউনিয়নের একজন করে সংরক্ষিত ইউপি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়। তাদের জন্য প্রতি মাসে দুই হাজার টাকা সম্মানী ভাতা বরাদ্দ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ২০২০ সালে শুরু হওয়া ৫ বছরের এ প্রকল্প শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে।
অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পের শুরুতেই ২০২০-২১ অর্থবছরে বেতাগী উপজেলার কিশোর কিশোরী ক্লাবের কো-অর্ডিনেটরদের সম্মানীর জন্য বরাদ্দকৃত ৮০ হাজার টাকা, ক্লাবের জন্য সাংস্কৃতি উপকরণ ক্রয় বাবদ ১ লাখ ৫২ হাজার এবং নাস্তা বাবদ ৩ লাখ ৯ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করেন তৎকালীন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম।
মন্ত্রণালয়য়ের নিরীক্ষায় তখন এ নিয়ে অডিট আপত্তি দেওয়া হয়। এরপর ২০২১-২২ অর্থ বছরে কো-অর্ডিনেটরদের ১১ মাসের (আগস্ট-জুন) সম্মানী বাবদ বেতাগী উপজেলায় ১ লাখ ৭৬ হাজার টাকা সংরক্ষিত ইউপি সদস্যদের মাঝে বিতরণের জন্য দেওয়া হয়।
তবে সেই টাকা না পাওয়ার অভিযোগ করেছেন ক্লাবের দায়িত্ব থাকা কো-অর্ডিনেটররা। সবশেষ ২০২২-২৩ অর্থ বছরের কো-অর্ডিনেটরদের সম্মানীর টাকা স্থগিত রেখে মহিলা বিষয়ক মন্ত্রণালয় ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬ মাসের (জানুয়ারি থেকে জুন) সম্মানী বাবদ ৯৬ হাজার টাকা বরাদ্দ দিয়ে তা কো-অর্ডিনেটরদের প্রদানের নির্দেশ দিয়ে চিঠি দেয়।
তবে কয়েকজন কো-অর্ডিনেটরকে সম্মানী বাবদ শুধু ২ হাজার টাকা প্রদান করা হলেও অন্যদের কোনো টাকা দেননি বর্তমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজ সুলতানা।
কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য ও কিশোর কিশোরী ক্লাবের কো-অর্ডিনেটর রিনা গাজী আজকের পত্রিকাকে বলেন, আমি তিন বছরের বেশি সময় কিশোর-কিশোরী ক্লাবের দায়িত্বে। তবে আমি এযাবৎ কোনো টাকা পাইনি। আমি অফিসে গিয়ে আইডি কার্ড, মোবাইল নম্বর দিয়ে এসেছি। তারা আমার স্বাক্ষরও নিয়েছে। তবে প্রতিবারই অফিসে টাকার বিষয়ে জানতে চাইলে তারা বলেন বরাদ্দ এলে টাকা পাবেন।
হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য শিউলি ডাকুয়া আজকের পত্রিকাকে বলেন, আমি ২০২১ সাল থেকে কিশোর-কিশোরী ক্লাবের দায়িত্বে আছি। গত বছর তারা আমার আইডি কার্ড ও মোবাইল নম্বর নেয়, তবে কোনো টাকা দেয়নি। এবার আমি অফিসে গিয়ে আবার স্বাক্ষর দিয়ে আসলে কিছুদিন পর তারা আমার স্বামীকে ডেকে ২ হাজার টাকা বুঝিয়ে দেয়। তবে আমার নামে কত টাকা বিতরণ দেখানো হয়েছে এটা আমি জানি না।
বিবিচিনি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য শ্যামলী বেগম বলেন, কোনো টাকা পাওয়া তো পরের কথা, ক্লাবের কো-অর্ডিনেটরদের জন্য যে সম্মানী ভাতা আছে তাই আমি জানতাম না। অফিসের এক লোকের মাধ্যমে ভাতার কথা জানতে পেরেছি। তা ছাড়া আমার ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করা হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক কিশোর কিশোরী ক্লাবের এক শিক্ষক বলেন, আমার ক্লাবের কো-অর্ডিনেটরের সম্মানী ভাতা থেকে তাকে বঞ্ছিত করা হয়েছে। আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা নিজের ইচ্ছা মতো সব কাজ করেন। আগে ক্লাবের ছাত্র ছাত্রীদের জন্য নাস্তা আমার বন্টন করতাম। কিন্তু এখন নাস্তা নিজে কিনে দেন। একজন শিক্ষার্থীর নাস্তার জন্য ৩০ টাকা বরাদ্দ থাকলেও তিনি গড়ে ২০ টাকার নাস্তা দেন। প্রতি ক্লাবে ৩০ জন ছাত্র ছাত্রীকে নাস্তা দেওয়ার কথা থাকলেও তিনি আমাদের ২০ থেকে ২২ জনের নাস্তা দেন। তা ছাড়া আমাদের বেতন দেওয়ার সময় তিনি অফিস খরচের কথা বলে টাকা কেটে রাখেন।
সার্বিক অভিযোগের বিষয়ে জানতে বেতাগী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আফরোজ সুলতানাকে পাওয়া যায়নি। মুঠোফোনে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আপনারা মহিলা সদস্যদের নিয়ে অফিসে আসেন। তখন এই বিষয়ে কথা বলবো। আমি এখন ব্যস্ত পরে কথা বলবো।’
এ ব্যাপারে বেতাগী উপজেলা নির্বাহী (ইউএনও) মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের কোনো টাকা আত্মসাতের সুযোগ নেই। এরকম কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’