Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ঈদের শুভেচ্ছা পোস্টার সাঁটানো নিয়ে বিএনপির দুই নেতার মারামারি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  

ঈদের শুভেচ্ছা পোস্টার সাঁটানো নিয়ে বিএনপির দুই নেতার মারামারি
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় ঈদের শুভেচ্ছা পোস্টার সাঁটানো নিয়ে সংঘর্ষে বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) রাতে পৌরশহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঈদ বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৌর শহরের এতিমখানা এলাকায় ঈদ শুভেচ্ছার পোস্টার সাঁটানো নিয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধার সঙ্গে উপজেলা যুবদলের সদস্য কালামের বাগ্‌বিতণ্ডা হয়। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে কালাম ও কাজল মৃধা আহত হন। আহতদের মধ্যে কালাম রক্তাক্ত জখম হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

টিয়াখালী ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. জসিম প্যাদা জানান, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন সিকদার এটি মিটমাট করে দিয়েছেন। এ সময় উভয়কে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ছাড়া এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

কুয়াকাটা সৈকত দখল করে মার্কেট

বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল গ্রেপ্তার

কর্মস্থলে ফিরতে বরিশালে লঞ্চে যাত্রীর ঢল

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় ব্যবসায়ী নিহত

ভোলায় অস্ত্র, হাতবোমাসহ বিএনপির ৫ নেতা-কর্মী আটক

বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আলতাফ হোসেন চৌধুরী

ছুটি চাওয়ায় বান্দরবানে বদলির হুমকি, কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঈদের ছুটিতে তালতলীর একই মহল্লার ৯ বাড়িতে চুরি

মসজিদের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ায় মুসল্লিদের ওপর হামলা