Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

নেছারাবাদে অনাথ ছেলেকে এতিমখানার সাবেক সভাপতির মারধর

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদে অনাথ ছেলেকে এতিমখানার সাবেক সভাপতির মারধর

পিরোজপুরের নেছারাবাদে এতিমখানার সাবেক সভাপতির মারধরে মো. মেহেদী হাসান (১৫) নামের এক অনাথ ছেলে আহত হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে এতিমখানার বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

এতিমখানার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার বলেন, ‘শাহআলম শেখ খুবই রাগী মানুষ। তিনি এতিমখানার সভাপতি থাকার সময় একটি ছেলেকে বেদম মারধর করেছিলেন। গতকাল শনিবার জোহর নামাজের পর অনাথ ছেলেটি মসজিদে নামাজের জন্য ঢোকে। এ সময় সে পা পিছলে পড়ে যায়। দাঁড়িয়ে পা ঝাঁকি দিলে পেছন থেকে আসা আরেকটি ছেলের গায়ে লাগে। বিষয়টি শাহ আলম দেখে এগিয়ে গিয়ে মেহেদীকে হাতপাখার ডাঁট দিয়ে বেদম মারধর করেন। তা ছাড়া বেশ কয়েকটি চড় দেন। তাতে ছেলেটি বেশ আহত হয়েছে। ছেলেটি পাশের ব্যাসকাঠী পাটিকেলবাড়ী নেছারিয়া দাখিল মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ে।’

অভিযুক্ত শাহআলম শেখ বলেন, ‘ছেলেটি মসজিদে ঢুকে একটি ছেলের গায়ে লাথি দিয়েছে। বিষয়টি দেখে আমি তাকে একটু শাসন করেছি। তাতে এমন কী হয়েছে?’ 

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে ইউএনও মহোদয়ের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি আমাকে তদন্তভার দিয়েছেন। আমি দুই দিনের মধ্য তদন্ত করে প্রতিবেদন জমা দেব।’

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের