Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ডায়াবেটিস চিহ্নিত করতে পটুয়াখালীতে সচেতনতা সভা

পটুয়াখালী প্রতিনিধি

ডায়াবেটিস চিহ্নিত করতে পটুয়াখালীতে সচেতনতা সভা
পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে পাশে বসিয়ে ডিসির কর্মসূচি। ছবি: সংগৃহীত

তারুণ্যের উৎসব উপলক্ষে পটুয়াখালীর ডায়াবেটিক হাসপাতালে ডায়াবেটিস চিহ্নিত করতে সভা করেছে ডায়াবেটিক সমিতি। সম্প্রতি অনুষ্ঠিত ওই সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সঙ্গে স্থানীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন।

ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তাঁর বাঁ পাশে মঞ্চে বসা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

অনুষ্ঠানে সিভিল সার্জন এস এম কবির হাসান, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শফিকুর রহমান চাঁন উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতার মঞ্চে বসা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করে। কেউ কেউ তাকে অনুষ্ঠানের রাখা নিয়ে সমালোচনা করেন। তবে ডায়াবেটিক সমিতি বলেছে, শফিকুর রহমান চাঁনকে সমিতির আজীবন সদস্য হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে।

জানতে চাইলে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শিকদার বলেন, ‘অনুষ্ঠানে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সবাই লাইফ মেম্বার (আজীবন সদস্য)। এর বাইরে কেউ নেই। এছাড়া ওখানে কোনো প্রধান অতিথি ও বিশেষ অতিথি রাখা হয়নি। ডিসি স্যার সভাপতি ছিলেন।’

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের