হোম > সারা দেশ > বরিশাল

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন: ২ জেলের এক বছরের সাজা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে এক স্কুলছাত্রসহ দুই জেলেকে শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এই আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত কলেজছাত্র মো. সাকিবকে (২২) ৫ হাজার টাকা জরিমানা এবং মো. মিজান (৩০) ও রিদুল আলী হাওলাদার (২৪) নামের দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।

আজ ভোরে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকাসংলগ্ন সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরছিলেন তাঁরা। এ সময় উপজেলা মৎস্য অফিসের অভিযানকালে দায়িত্বে থাকা মেরিন ফিশারিজ অফিসার সৌরভ মণ্ডল ও নৌ পুলিশ নদীতে টহলে ছিল। তারা খবর পেয়ে অভিযান চালিয়ে ইলিশ নিধনকারী ওই তিনজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫টি ইলিশ এবং ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। 

পরে আটক ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মো. মিজান, রিদুল আলী হাওলাদারকে এক বছর করে কারাদণ্ড দেন। এ ছাড়া কলেজছাত্র সাকিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার সৌরভ মণ্ডল বলেন, অভিযানে জব্দ মাছ দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে এ সময়ে নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন