ঝালকাঠি সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরে পুকুরে ডুবে আব্দুল্লাহ (৫) ও জামিলা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার পৃথক স্থানে বামনকাঠি ও গালুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত জামিলা আক্তার উপজেলার গালুয়া এলাকার আ. বারেকের মেয়ে ও আব্দুল্লাহ একই উপজেলার বামনকাঠি এলাকার মো. রফিক হাওলাদারের ছেলে।
শিশু আব্দুল্লাহর পরিবার জানায়, বাড়ির পাশে থাকা পুকুরে পরিবারের অগোচরে আব্দুল্লাহ গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে আব্দুল্লাহর বাবা রফিক হাওলাদার পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামিলার চাচা আব্দুস শুকুর জানান, পরিবারের অগোচরে জামিলা পুকুরে নেমে ডুবে যায়। পরে পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।