হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় ইলিশ পার্কের দেয়াল ভাঙার অভিযোগ মেয়রের বিরুদ্ধে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় ইলিশ পার্কের দেয়াল ও গেট ভাঙার অভিযোগ এনে পৌর মেয়র আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পার্কের স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার। আজ রোববার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুমান বলেন, ‘পৌরসভার রাস্তা নির্মাণের নামে ইলিশ পার্কের দেয়াল জোর করে ভেঙে ফেলেছেন পৌর মেয়র ও তাঁর লোকজন। রাস্তা নির্মাণে উভয় পাশের জমি নেওয়ার কথা থাকলেও উদ্দেশ্যমূলকভাবে পুরো রাস্তাই আমার জমির মধ্য দিয়ে নেওয়া হয়েছে। এ সময় ইলিশ পার্কে হামলা ও গালমন্দ করা হয়েছে।’ তবে অভিযোগ

অস্বীকার করে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. মনির শরীফ বলেন, ‘রাস্তা সবার প্রয়োজনে করা হয়েছে। এখানে পৌরসভার ব্যক্তিগত কোনো লাভ ক্ষতি নেই। রুমান সাহেব রাস্তা নির্মাণে বাধা দিয়ে আসছেন। তিনি বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণ করছেন।’ 

ইলিশ পার্কের কোনো দেয়াল ভাঙা হয়নি বলে দাবি করেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার। তিনি বলেন, ‘কাউকে গালমন্দ করা হয়নি। জনস্বার্থে সড়ক প্রশস্তের কারণে ইলিশ পার্কের অংশ বিশেষ যাদের কাছে বিক্রি করা হয়েছে, তাঁদের অনুমতি নিয়েই দেয়াল ভাঙা হয়েছে।’

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন