কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ফ্রাই মার্কেটে বড় আকারের মেলো মেলো প্রজাতির শামুকের দেখা মিলেছে। এক একটি শামুকের ওজন এক থেকে দেড় কেজি।
গতকাল শনিবার সন্ধ্যায় বেল্লাল ভাইয়ের ফ্রাই মার্কেট নামে একটি দোকানে এসব শামুক দেখা যায়। শামুকগুলো এক নজর দেখতে ভিড় জমান পর্যটকেরা। এ সময় কয়েকজন পর্যটক এসব শামুক ১ হাজার টাকা কেজি হিসেবে খাওয়ার জন্য ক্রয় করেন।
ফিশ ফ্রাই মার্কেটের দোকানি বেল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার বিকেলে মৎস্য বন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬০০ টাকা কেজি হিসেবে এগুলো ক্রয় করে নিয়ে আসেন। এগুলো আগে কখনো বিক্রি করিনি’
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘এসব শামুক সাধারণত এই উপকূলীয় এলাকায় দেখা মেলে না। এসব শামুক গভীর সমুদ্রে বিচরণ করে।’