হোম > সারা দেশ > বরিশাল

নেছারাবাদে গভীর রাতে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ থানা। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে গভীর রাতে এক নারী পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাজারের এক পাহারাদারের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে উপজেলার মিয়ারহাট বাজারে এই ঘটনা ঘটে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় এলে অভিযুক্ত পাহারাদার ও ধর্ষণে সহযোগিতা করা অপর দুই পাহারাদারসহ মোট তিনজনকে ধরে থানায় আনা হয়েছে। এই ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে ওই নারী ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে নেছারাবাদে আসেন। নেছারাবাদ ছারছীনা বরিশাল বাসস্ট্যান্ডে নেমে নৌকায় করে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে নামেন। এ সময় বাজারের পাহারাদার মো. তৈয়ব আলী মোল্লা (৬০), মো. সহিদুল ইসলাম (৩০) ও মো. সাইফুল ইসলাম (৫০) ওই নারীকে ধরে জিজ্ঞাসাবাদের কথা বলে বাজারের একটি গলিতে নিয়ে যান।

জিজ্ঞাসাবাদের সময় একপর্যায়ে তৈয়ব আলী অপর দুই পাহারাদারের সহযোগিতায় ওই নারীকে ধর্ষণ করেন। পরে সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম ধর্ষণের চেষ্টা করলে ওই নারীর চিৎকারে তাঁরা সটকে পড়েন। ঘটনার পর ওই নারী বাজারে টহলরত পুলিশকে জানান। পুলিশ অভিযুক্ত তিনজনকে ধরে থানায় নিয়ে আসে।

ওই নারী বলেন, ‘আমাকে তারা জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। আমি তাদের হাতে-পায়ে ধরে কান্না করলেও তাদের মন গলেনি। তারা আমার কোনো আকুতি না শুনে প্রথমে তৈয়ব আলী আমাকে ধর্ষণ করে। পরে বাকি দুজনে ধর্ষণের চেষ্টা করলে আমার চিৎকারে তারা সটকে পড়ে।’

ওসি বনি আমীন বলেন, ওই নারী তাঁর জবানবন্দিতে ধর্ষণের কথা বলেছেন। ঘটনা শুনে তিনজনকেই ধরে থানায় নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরানোর ব্যবস্থা করুন: জাতিসংঘ মহাসচিবকে ইসলামী আন্দোলনের আমির

২২-এর ঘটনা, ২৫-এর মামলা, ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

বাসের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে মামলার জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

পাথর না দিয়ে কেবল বালু-পিচে রাস্তা সংস্কার, রুখে দিল স্থানীয়রা

ধর্ষণ মামলার বাদীকে হত্যা, ৪ দিনেও শনাক্ত হয়নি খুনিরা

রাষ্ট্রকে গোছানো জায়গায় রেখে যেতে দোয়া চাইলেন উপদেষ্টা মাহফুজ

পোষা বিড়াল খুঁজে পেতে পোস্টারিং, পুরস্কার ঘোষণা

ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হত্যার ভয় দেখিয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক আটক