হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে সাদিক আবদুল্লাহর বাসভবনে আগুন, ৩ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেখ হাসিনার পতনের খবরে আজ সোমবার বরিশালে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। এর পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর ভাগনে আবুল হাসানাত আবদুল্লাহ এমপির কালীবাড়ি রোডের বাড়িতে আজ বিকেলে আগুন দেওয়া হয়েছে।

সেখানে ফায়ার সার্ভিসকে যেতে বাধা দেয় বিক্ষুব্ধরা। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যার দিকে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা জানিয়েছেন, ওই বাড়ি থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে বীভৎস হয়ে যাওয়ায় মৃতদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বেল্লাল হোসেন তিনটি মরদেহ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে থাকতেন হাসানাতের বড় ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিক্ষুব্ধরা ওই বাড়িতে আগুন দেওয়ার কিছুক্ষণ আগেও বাড়ির দ্বিতলার বারান্দায় তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সাদিক নিরাপদে বাড়ি ছেড়েছেন কি না তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাদেক আবদুল্লাহ বাসভবনে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে সেখান থেকে আমরা তিনজনের মারা দেহ উদ্ধার করি। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সেবাচিম হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।’

এ ছাড়া সিটি করপোরেশনের এনএক্স ভবন কার্যালয়, আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় শাহান আরা বেগম পার্ক, বরিশাল ক্লাব, সার্কিট হাউসসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের রাজনৈতিক অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বরিশাল প্রেসক্লাব ভাঙচুর করা হয়েছে।

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন