হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে কারেন্ট জাল বিক্রেতার কারাদণ্ড, ক্রেতাকে জরিমানা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্রেতাকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মুলাদী বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়।

আজ সকাল ১০টার দিকে মুলাদী বন্দর পূর্ব বাজারের ব্যবসায়ী আজিজুল হাওলাদারকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ক্রেতা মো. জহিরুল হাওলাদার (৩০) ও মো. নজরুল হাওলাদারকে (৩৫) সাড়ে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকালে মুলাদী বন্দর পূর্ব বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। অভিযানে দুটি দোকান থেকে সাড়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ছয়টি চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

মোহাম্মদ আলম আরও বলেন, কারেন্ট জাল বিক্রির অপরাধে নন্দীরবাজার এলাকার মো. আজিজুল হাওলাদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জাল কেনার অপরাধে মো. জহিরুল হাওলাদার (৩০) ও মো. নজরুল হাওলাদারকে (৩৫) সাড়ে ৪ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চালানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মেরিন ফিশারিজ অফিসার মো. মিজানুর রহমান, মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন ও মৎস্য কার্যালয়ের হিসাবরক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন