Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিএনপির কমিটি গঠনে অনিয়ম: ৪০ জনের সাক্ষ্য নিলেন কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিএনপির কমিটি গঠনে অনিয়ম: ৪০ জনের সাক্ষ্য নিলেন কেন্দ্রীয় নেতারা

বরিশাল উত্তর জেলা বিএনপির আওতাধীন মুলাদী, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন নিয়ে অভিযোগের তদন্তকাজ শুরু হয়েছে। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল আলীমকে নিয়ে কেন্দ্র গঠিত তদন্ত কমিটি গতকাল শনিবার এ কার্যক্রম শুরু করে। কমিটি গতকাল বরিশাল নগর বিএনপি কার্যালয়ে ৪০ জন অভিযোগকারীর সাক্ষ্য নেয়।

গত ১২ ফেব্রুয়ারি ওই তিন উপজেলার কমিটি গঠনের পর নানা অভিযোগ উঠলে স্থানীয়ভাবে দলে অস্থিরতা দেখা দেয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে দলছুট, দলীয় কার্যক্রমে অনিয়মিত এবং ঢাকায় অবস্থানকারীদের দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগ করা হয়। এ বিষয়ে দলের মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দেন পদবঞ্চিতরা। বেশি অভিযোগ ওঠে মুলাদীতে।

বঞ্চিত নেতাদের দেওয়া তথ্যমতে, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ ২০০৮ সালের নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে কাজ করেছেন। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে। 
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ন তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচিতে নিয়মিত অংশ নেন। ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক সিহাবউদ্দিন জাতীয় পার্টির সঙ্গে যুক্ত। যুবলীগের সঙ্গে জড়িত থাকায় মহিলা দল থেকে অনেক আগে বহিষ্কৃত শায়লা শারমিন মিতু হয়েছেন ১১ নম্বর যুগ্ম আহ্বায়ক। ঢাকা ওয়াসার চাকরিজীবী মো. মাইনউদ্দিন পেয়েছেন ৫০ নম্বর সদস্য পদ।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার খান এ বিষয়ে বলেন, গতকাল তদন্ত কমিটি মুলাদী উপজেলার ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪০ জনের সাক্ষ্য নিয়েছেন। শিগগিরই তাঁরা কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন দেবেন।

বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা ২০ যাত্রীর

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ