Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে আগুনে পুড়ে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আগুনে পুড়ে কলেজছাত্রের মৃত্যু

সজীব জমাদ্দার (২১), বেসরকারি পলিটেকনিক কলেজের ছাত্র। বরিশাল নগরীর নথুল্লাবাদ মোটর পার্টসের একটি দোকানে চাকরি করেন। মাস শেষে যা পেতেন তা দিয়ে নিজের পড়ালেখার খরচ চালাতেন। রাতে ঘুমাতেনও ওই দোকানে। 

গতকাল সোমবার মধ্য রাতে দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগলে সজীব দোকান থেকে বের হতে পারেনি। রাত আ

নুমানিক সাড়ে ৩টার দিকে আগুন লাগে। এতে দুটি ফার্নিচারের দোকান, একটি মোটর পার্টস এবং একটি মোটরসাইকেল মেরামতের দোকান পুড়ে যায়। এর মধ্যে হাবিব মোটরসের দোকান ঘরে ঘুমিয়ে ছিলেন সজীব। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সজীব বাবুগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের কালাম জমাদ্দারের ছেলে। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, ফার্নিচারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় সজীব দোকান থেকে বের হতে পারেননি।’ 

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত সজীবের ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।’

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

নাগরিক কমিটির সদস্য হওয়ায় যুবদল থেকে বহিষ্কার হলেন রাজাপুরের সজীব