Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

ঝালকাঠি প্রতিনিধি  

নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত
মো. মজিবর রহমান হাওলাদার। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মজিবর রহমান হাওলাদার (৭৫) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার দপদপিয়া-নলছিটি সড়কের খোঁজাখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে নলছিটি দপদপিয়া সড়কের খোঁজাখালী নামক স্থানে নলছিটি থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল সড়কের পাশে দোকান ও গাছের মধ্যবর্তী স্থানে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা মো. মজিবর রহমান দোকানের দেয়ালের সঙ্গে মাথায় ধাক্কায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. মজিবর রহমান হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গ্রামের বাসিন্দা হাশেম হাওলদারের ছেলে। তিনি দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি দারুল ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আহত মোটরসাইকেলচালক মো. রাসেল উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরন এলাকার মজিবুর রহমানের ছেলে। তাঁকে নলছিটি উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের