আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন নৈয়ারবাড়ী গ্রামের গোপাল বৈদ্যর ছেলে অনিল বৈদ্য (৪০) ও ইন্দুরকানি গ্রামের রবীন্দ্রনাথ বাড়ৈর ছেলে দেবাশীষ বাড়ৈ (২৭)।
জানা গেছে, আজ সকালে উপজেলার পয়সারহাট সড়কে ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে ওই দুজন আহত হন। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা বলেন, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।