বরিশালের বাবুগঞ্জে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪৪ নম্বর ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি কক্ষে আগুন দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গেলে শিক্ষকেরা বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় ওই দুই কক্ষে থাকা বেশ কিছু কাগজপত্র, জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়ে গেছে।
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিদ্যালয়টির ভোট কেন্দ্রের দুটি কক্ষের জানালা ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
ঘটকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বলেন, ‘সকালে বিদ্যালয় খুলে আমরা দেখতে পাই শিক্ষক মিলনায়তন কক্ষের মধ্যে আগুন দেওয়া হয়েছে। পাশের টিনশেড ভবনের একটি কক্ষেও আগুন দেওয়া হয়েছে। কক্ষের ভেতর কিছু কাগজপত্র পুড়ে গেছে এবং জানালার পর্দা ও কিছু ফেস্টুন পুড়েছে।’
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার শাকিলা রহমান বলেন, ‘চাদপাশা ইউনিয়নের একটি কেন্দ্রে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বিষয়টি জানতে পেরে সকালে পুলিশ পাঠিয়েছি। বিদ্যালয়টির লাইব্রেরির কিছু কাগজপত্র পুড়েছে। জানালা ভেঙে আগুন দেওয়ার কারণে জানালার পর্দা পুড়ে গেছে এবং কিছু ফেস্টুন পুড়েছে।’