বরিশালের গৌরনদী পৌর বিএনপি সাবেক নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে জেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানায় অভিযোগ দেওয়া মো. শাহ আলম ফকির (৭৩) পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি।
অভিযুক্ত মো. মিজানুর রহমান মুকুল বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব।
মো. শাহ আলম ফকির বলেন, ‘দুমাস আগে গৌরনদী বন্দরের সাধারণ ব্যবসায়ীরা আমাকে সভাপতি ও বিশ্বজিৎকে সাধারণ সম্পাদক করে গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করেন। বন্দরের ব্যবসায়ী না হওয়া সত্ত্বেও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান মুকুল খান চুন্নু তালুকদার নিজেকে সভাপতি ও গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন সরদারকে (৪০) সাধারণ সম্পাদক করে গায়ের জোরে আরেকটি পাল্টা কমিটি গঠন করেন।’
তিনি বলেন, এ নিয়ে গত ১২ নভেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলে মুকুল খান ক্ষিপ্ত হন এবং তাঁকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হত্যার হুমকি ধামকি দেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সাধারণ ডায়েরিতে বিএনপির এক সাবেক নেতা বলেন, ‘গত ১৩ নভেম্বর দুপুর ১২টার দিকে গৌরনদী বন্দরের ব্যবসায়ী মো. আনিসুর রহমানের দোকানের সামনে আমাকে দেখতে পেয়ে মিজানুর রহমান মুকুল ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করলে আমাকে মারতে উদ্যত হয়। এ সময় বন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা আমার ওপর হামলা প্রতিহত করেন। এতে মুকুল খান আরও ক্ষিপ্ত হন। যাওয়ার সময় আমাকে খুন করার হুমকি দিয়ে চলে যায়।’
অভিযোগ অস্বীকার করে মো. মিজানুর রহমান মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের কোনো সত্যতা নাই। আমার প্রতিপক্ষ লোকজন আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার অংশ হিসেবে আমার বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে জিডি করেছে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।