হোম > সারা দেশ > ভোলা

ভোলা হাসপাতালে কর্মবিরতি স্থগিত, ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস

ভোলা সংবাদদাতা

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষের সামনে কর্মকর্তা-কর্মচারীদের ভিড়। ফাইল ছবি

ভোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা কর্মবিরতি স্থগিত করেছেন। ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে আজ রোববার বিকেলে কর্মবিরতি স্থগিত করা হয়। আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাইয়েবুর রহমান।

এর আগে মাত্র এক দিনের ব্যবধানে দুই চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা।

দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও হাসপাতালের স্টাফদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা। তাঁরা আজ সকাল থেকে বিকেল পর্যন্ত এ কর্মবিরতি পালন করেছেন।

এ সময় কর্মীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তমকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে ওই কক্ষের সামনে বিক্ষোভ–মিছিল করেছেন এবং অবস্থান ধর্মঘট পালন করেন।

বিকেলে তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম আগামী ২-৪ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।

এর পরিপ্রেক্ষিতে আন্দোলনরত হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা কর্মবিরতি স্থগিত করেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম। তিনি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের, হামলাকারীদের গ্রেপ্তার, হাসপাতালকে দালালমুক্ত, ডিউটিরত চিকিৎসকের সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত, হাসপাতালে পুলিশ ক্যাম্প স্থাপনসহ দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ