Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতা কর্মীরা। আজ শুক্রবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ হয়। পরে নেতা কর্মীরা একটি মিছিল বের করে। 

বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সম্পাদক অধ্যক্ষ নৃপেন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, সরকার বিদ্যুৎ খাত থেকে ভর্তুকি প্রত্যাহারের কথা বলে ইউনিট প্রতি ৩৪ থেকে ৭০ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত গণবিরোধী ও সম্পূর্ণ অযৌক্তিক। সরকার জনগণের টাকায় ভর্তুকি দেয় যা জনগণের জন্যই খরচ করতে হবে। সরকার এতদিন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রকে ভর্তুকি দিতে গিয়ে ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা দিয়েছে। অথচ জনগণের টাকা জনগণের জন্য ব্যয় করতে আজ তারা অস্বীকৃতি জানাচ্ছে। বক্তারা অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল ছাত্রদল

শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে অর্থদণ্ড

হত্যার পরিকল্পনার মামলায় কৃষক লীগের চাঁন মিয়া গ্রেপ্তার

তেঁতুলিয়া নদীর চর থেকে হাত-পা বাঁধা নিখোঁজ ব্যবসায়ী উদ্ধার

ভোলায় দুই চিকিৎসককে মারধর, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

মেঘনায় ৫০ হাজার চিংড়ির রেণু জব্দ, ১১ জেলেকে জরিমানা

ঝালকাঠিতে ১২ পরীক্ষার্থী বহিষ্কার, ১৩ পর্যবেক্ষককে অব্যাহতি

পবিপ্রবিতে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন

নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের বাস খাদে, আহত ১৩

পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ