পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা হয়। পরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী সাইফুদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগান সুলতানা, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী প্রমুখ।