বরগুনার বেতাগীতে ২৩৩ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, ফুল দিয়ে বরণ ও তাদের উপহার প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা সভা এবং মোনাজাতেরও আয়োজন করা হয়।
বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির। এতে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।
অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোতালেব সিকদারসহ অনেকে।