হোম > সারা দেশ > বরিশাল

ট্রাফিক সার্জেন্টকে মারধর, বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ৩ ছাত্র আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অবৈধ মোটরসাইকেল চালানোর অভিযোগে মামলা দেওয়ায় ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম ও এক কনস্টেবলকে মারধর করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কয়েকজন ছাত্র। এ ঘটনায় তিন ছাত্রকে আটক করে করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। এরপর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ওই রুটে দীর্ঘ যানজট লেগে যায়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে ছাত্ররা অবরোধ তুলে নেয়।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর বান্দ রোড শেরে–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘটনার সূত্রপাত হয়। 

কোতোয়ালি থানায় আটক বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র হচ্ছেন—   শরীফ, আলভীর ও সোহাগ। তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপারেশন) মো. ফজলুর রহমান বলেন, ‘ওই ছাত্ররা কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল নিয়ে রাত ৯টার দিকে শেবাচিম হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিল। সেখানে দায়িত্বরত সার্জেন্ট মনিরুল ইসলাম মোটরসাইকেলটি আটক করে মামলা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সার্জেন্ট মনিরুল ও তাঁর সঙ্গে থাকা কনস্টেবলকে বেদম মারধর করেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার ও হামলাকারী ৩ জনকে আটক করেছে।’

তিন ছাত্রকে আটকের খবর পেয়ে ক্যাম্পাসে তাঁদের সহযোগীরা রাত পৌনে ১০টার দিকে বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর ব্যবস্থা করেন। ছাত্ররা রাত সোয়া ১০টার দিকে সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, ‘ঘটনাটি যেহেতু নগরে ঘটেছে সেহেতু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্রদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তারা রাস্তা ছেড়ে দিয়েছে। এখন আমরা ছাত্রদের একটি প্রতিনিধি দল নিয়ে কোতোয়ালি থানায় যাচ্ছি। কেন তিন ছাত্র আটক হলো তা জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ