হোম > সারা দেশ > বরিশাল

সদরঘাটে নিহত ৫ জনের মধ্যে একই পরিবারের ৩ জন, বাড়ি পিরোজপুরে

পিরোজপুর প্রতিনিধি

ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত পাঁচজনের মধ্যে তিনজনই পিরোজপুরের মঠবাড়িয়ার একই পরিবারের সদস্য। আজ শুক্রবার সকালে তাঁদের লাশ উপজেলার দাউদখালী ইউনিয়নের বাড়িতে এসে পৌঁছায়। পরে জানাজা শেষে তাঁদের লাশ দাফন করা হয়।

একই পরিবারের নিহত তিনজন হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খয়ের ঘটিচোরা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে বেলাল হোসেন (২৬), তাঁর স্ত্রী মুক্তা খাতুন ও তাঁদের চার বছরের মেয়ে মাইশা আক্তার।

নিহত বেলালের চাচাতো ভাই কামরুল মুন্সি বলেন, স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে বেলাল ঢাকার গাজীপুরে বসবাস করতেন। সেখানে একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। ঈদের ছুটি কাটাতে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি আসার জন্য ঈদের দিন সদরঘাটে এসেছিলেন। ঘাটে এমভি তাসরিফ-৪ ও পূবালী-১ লঞ্চ বাঁধা ছিল। এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে আহত হয়ে পাঁচজন মারা যান। তাঁদের মধ্যে বেলাল ও তাঁর স্ত্রী-সন্তান রয়েছেন। নিহত মুক্তা খাতুন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

কামরুল মুন্সি আরও বলেন, আজ শুক্রবার লাশ ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দ্রেবত্র গ্রামে আনা হয়। মেয়ে মাইসাসহ মুক্তার লাশ তাঁর বাবার বাড়ির কবরস্থানে দাফন করা হয় এবং বেলালের লাশ তাঁর মামার বাড়ি দ্রেবত্র গ্রামে দাফন করা হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে লাশ গ্রামের বাড়ি এনে দাফন করা হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাসহ দাফনের কাজে সহযোগিতা করেছে।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন