হোম > সারা দেশ > বরিশাল

তিন মাসের শিশুকে আছাড় দেওয়ার অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর কোলে থাকা তিন মাসের শিশুকে আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। আহত গৃহবধূ ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূ গতকাল মঙ্গলবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গৃহবধূ লামিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের পরে ব্যবসার কথা বলে আমার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে ২৫ হাজার টাকা দেওয়া হয় স্বামী সুজনকে। এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় ৫০ হাজার টাকা আবার যৌতুক আনার জন্য চাপ দেন সুজন খান ও শ্বশুর জব্বার খান। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে নির্যাতন ও কোলের শিশুকে আছাড় দেন শ্বশুর।’

অভিযুক্ত লামিয়ার স্বামী সুজন খান বলেন, ‘লামিয়াকে কোনো মারধর করা হয়নি। আমার বাবার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আলী হোসেন লামিয়া আক্তারের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন আজকের পত্রিকাকে বলেন, মা ও মেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল। তাঁদের চিকিৎসা দেওয়ার পর উভয়ে ভালো আছেন।

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ