Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় থানা হাজতে আসামির মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

ভোলা সংবাদদাতা

ভোলায় থানা হাজতে আসামির মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’
প্রতীকী ছবি

ভোলায় থানা হাজতে হাসান (২৩) নামে এক আসামির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ৩১ মার্চ সোমবার ঈদের দিন রাত ১১টা থেকে ১২টার মধ্যে যে কোনো সময় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসান ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

তিনি নারায়ণগঞ্জে রহমান গার্মেন্টসের একজন কর্মী ছিলেন। ঈদে গ্রামের বাড়ি ভোলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামে এসেছিলেন।

পুলিশ বলছে, আসামি আত্মহত্যা করেছে। আর স্বজনদের প্রশ্ন থানা হাজতে আসামি কীভাবে আত্মহত্যা করতে পারে?

খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে জানান, ঈদের দিন বেলা সাড়ে ১১টার দিকে একটি ধর্ষণ মামলার অভিযোগে আসামি হাসানকে আটক করে থানা-পুলিশ। এ সময় ভিকটিমকেও তাঁদের হেফাজতে রাখা হয়।

পরে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে আসামি হাসানকে বিকেলে সদর মডেল থানার হাজতে আটকে রাখা হয়। পরে রাত ১১টা থেকে ১২টার মধ্যে যেকোনো সময় হাজতের মধ্যে থাকা জায়নামাজ পেঁচিয়ে বাথরুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে থানায় দায়িত্বরত সেন্ট্রি দেখতে পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ভোলা সদরের জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

তবে, নিহত হাসানের স্ত্রী নুর নাহার দাবি করে বলেন, ‘মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে মেয়ে পক্ষের লোকজন আমার স্বামীকে মারধর করেছে। আর পুলিশও মিথ্যা মামলায় আসামি করে আমার স্বামীকে আটক করে হাজতে ভরেছে।’ হাসানের স্ত্রী নুর নাহার প্রশ্ন করে বলেন, ‘থানা হাজতের মধ্যে একজন আসামি জায়নামাজ দিয়ে কীভাবে আত্মহত্যা করতে পারেন?’

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের

বেতাগীতে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার