Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নুরুল হক নুর

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নুরুল হক নুর
গলাচিপা উপজেলা হাই স্কুল মাঠে গণসংবর্ধনায় বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

নিজ এলাকা (পটুয়াখালী-৩) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে। দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয়, আপনারা সমর্থন করলে দেশের অন্য কোন আসনে নয় নিজের জন্মস্থান থেকেই নির্বাচন করব।’

আজ মঙ্গলবার জেলার গলাচিপা উপজেলা হাই স্কুল মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে পুরোনো দল–পুরোনো নেতৃত্ব এই প্যাটার্নে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার।

গণঅধিকার পরিষদের যে গণজোয়ার উঠেছে। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। একক কোনো দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি না করতে পারে তাই দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সকল দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। অপরাজনীতি চর্চায় নতুন বাংলাদেশে চলবে না।’

গণঅধিকারের সভাপতি বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। দেশের জন্য ভালো কিছু করতে পারলে নিজের আত্মা শান্তি পাবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের সংস্কার করে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।’

উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা দলের সহসভাপতি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মো. ফাহিম, সহসভাপতি আবু হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্যসচিব মো. শাহ আলম সিকদার।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর এক চিঠিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতে স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। গতকাল গতকাল রোববার বিষয়টি প্রকাশ্যে আসে।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের