Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

পন্টুনে লঞ্চের ধাক্কায় মেঘনায় তলিয়ে নিখোঁজ নারীর লাশ উদ্ধার 

হিজলা (বরিশাল) প্রতিনিধি

পন্টুনে লঞ্চের ধাক্কায় মেঘনায় তলিয়ে নিখোঁজ নারীর লাশ উদ্ধার 

বরিশালের হিজলা উপজেলায় লঞ্চের ধাক্কায় পন্টুন থেকে মেঘনায় পড়ে যাওয়া নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নারীর স্বজনরা নদীতে তল্লাশি করে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করেন। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিজলা পুরাতন লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সালেহা বেগম (৫৫) উপজেলার বড়জালিয়া ইউনিয়নের আব্দুল করিম সিকদারের স্ত্রী। এই দম্পতির তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। সালেহা গতকাল ঢাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তাঁদের আত্মীয় জাহাঙ্গীর সিকদার। 

স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে পুরাতন হিজলা টার্মিনালে পাতারহাট থেকে আসা ইয়াদ-৩ ও ভাসানচর থেকে ছেড়ে আসা ঢাকা গামী রাজহংস-১০ লঞ্চের ধাক্কা লাগে। তখন সালেহা বেগম লঞ্চে ওঠার সময় সিঁড়ি থেকে পড়ে যান। 

তবে রাজহংস-১০ লঞ্চের সুপারভাইজার সোহেল আজকের পত্রিকাকে বলেন, গতকাল লঞ্চে কোনো সিঁড়ি দেওয়া হয়নি। দুটি লঞ্চ টার্মিনালে অবস্থান করছিল। তবে যে নারী নদীতে পড়ে গেছেন তিনি টার্মিনালে পিছলে পড়ে যান। 

এ সংবাদ পেয়ে ঘটনাস্থানে গিয়ে হিজলা ফায়ার সার্ভিস ২ ঘণ্টার চেষ্টায় নারীকে উদ্ধার করতে পারেনি। পরে ওই নারীর স্বজনেরা মেঘনায় তল্লাশি করে রাত সাড়ে ৯টার দিকে নারীকে উদ্ধার করে। তাৎক্ষণিক হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মৃত ঘোষণ করেন। 

হিজলা ফায়ার সার্ভিস ইনচার্জ আবুল কালাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হলেও ওই নারীকে পাওয়া যায়নি। পরে তাঁর স্বজনের লাশ উদ্ধার করে।

পিরোজপুরে দুই স্থানে আগুনে পুড়ল ৫৫ দোকান

কম দামে পণ্য পেয়ে খুশি ফিরোজ: ১০ টাকা বাঁচলেও গরিবের লাভ

নারীদের নিরাপত্তা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ

সহকারী জজ পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন চাই: মিন্টু

বাউফলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতিতে ডাক পেয়েছে বিএনপির একপক্ষ, অন্যপক্ষ গেলে সংঘর্ষ

কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মহানগর বিএনপিতে

ওষুধ ও সরঞ্জামের ২ কোটি টাকা আত্মসাৎ, পিরোজপুরের সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা