Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

মাঝ নদীতে লঞ্চে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে মেঘনায় ঝাঁপ যাত্রীদের

ভোলা প্রতিনিধি

মাঝ নদীতে লঞ্চে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে মেঘনায় ঝাঁপ যাত্রীদের

ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৩ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে মেঘনা নদীর চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের একটি চরে নামিয়ে দেওয়া হয়েছে। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। 

লঞ্চে থাকা যাত্রীরা জানান, ভোলার ইলিশাঘাট থেকে প্রায় ৮০০-৯০০ যাত্রী নিয়ে এমভি কর্ণফুলী-৩ লঞ্চটি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি দুই ঘণ্টা চলার পর হঠাৎ মধ্য মেঘনায় ইঞ্জিন রুমে আগুন ধরে ধোঁয়া বের হতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি ও চিৎকার করতে থাকে। অনেককে নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। 

মাঝ নদীতে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে গেলে যাত্রীদের কোনোরকমে একটি চরে নামিয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকালঞ্চ স্টাফরা নদী থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। চালক লঞ্চটি কোনো মতে চাঁদপুর এলাকায় একটি চরের কাছে ভিড়ালে যাত্রীরা প্রাণে বাঁচেন। অনেকে লাফিয়ে পড়ে নদীর তীরে আশ্রয় নেন। শত শত যাত্রীকে পানিতে ভিজে তীব্র রোদে পুড়ে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা চরম বিপাকে পড়ে। 

কর্ণফুলী লঞ্চের ভোলা অফিসের কর্মকর্তা লিটন জানান, তাঁদের লঞ্চের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। 

মাঝ নদীতে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে গেলে যাত্রীদের কোনো রকমে একটি চরে নামিয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকালিটন জানান, দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রীদের চাঁদপুরে হরিণা এলাকা থেকে কর্ণফুলী-৪ ও ১১ দিয়ে উদ্ধার করে ঢাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত লঞ্চটিকে অন্য একটি লঞ্চ দিয়ে টেনে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

কম দামে পণ্য পেয়ে খুশি ফিরোজ: ১০ টাকা বাঁচলেও গরিবের লাভ

নারীদের নিরাপত্তা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ

সহকারী জজ পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন চাই: মিন্টু

বাউফলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতিতে ডাক পেয়েছে বিএনপির একপক্ষ, অন্যপক্ষ গেলে সংঘর্ষ

কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মহানগর বিএনপিতে

ওষুধ ও সরঞ্জামের ২ কোটি টাকা আত্মসাৎ, পিরোজপুরের সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে তরল প্রাকৃতিক গ্যাস চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ