হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে করোনা ও উপসর্গে ২৮ জনের মৃত্যু

প্রতিনিধি, বরিশাল

বরিশাল বিভাগের ছয় জেলায় একদিনে করোনা আক্রান্ত ও উপসর্গে মোট ২৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। বিভাগে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা পজিটিভ শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ ভাগ। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার হিসাবে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশালে পাঁচজন, পটুয়াখালী ও ভোলায় চারজন করে এবং ঝালকাঠিতে একজন। বিভাগের ছয় জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯২৮ জনের। তার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৬২৪ জন।

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৪ জন মারা গেছে। এ ছাড়া হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ৮২ জন পজিটিভ শনাক্ত হন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪২ ভাগ।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে শনাক্তের হারে শীর্ষে ভোলা জেলা। জেলায় শনাক্তের হার ৩৭ দশমিক ৬৮ ভাগ। ৪১৪ জনের নমুনা পরীক্ষায় ১৫৬ জন পজিটিভ শনাক্ত হয়েছে ভোলাতে। শনাক্ত সংখ্যার শীর্ষে বরিশাল জেলায় ২০৩ জন পজিটিভ শনাক্ত হন। জেলায় নমুনা পরীক্ষা করা হয় ৬১৭ জনের। শনাক্তের হার ৩২ দশমিক ৯০ ভাগ। 

পিরোজপুর জেলায় শনাক্তের হার ৩৪ দশমিক ৩৮ ভাগ। এ জেলায় ১২৮ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় ১২৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয় ৪২১ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ১৭ ভাগ।

ঝালকাঠী ও বরগুনাতে শনাক্তের হার যথাক্রমে ২৯ দশমিক ৬১ এবং ২৫ ভাগ। ঝালকাঠিতে ১৫২ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জন এবং বরগুনায় ১৯৬ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৮০ জন চিকিৎসাধীন আছেন। তার মধ্যে পজিটিভ শনাক্ত রোগী হচ্ছে ৯৬ জন। 

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ